Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জীর্ণ ভবন, মিলছে না চিকিৎসাসেবা

প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) থেকে

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নৈকাটি কমিউনিটি ক্লিনিকের বেহাল দশায় চিকিৎসা সেবা প্রদান দুর্বিষহ হয়ে উঠেছে। মূল্যবান ওষুধপত্রসহ সরঞ্জামাদি ঝুঁকির মধ্যে রেখে ক্লিনিক পরিচালনা কষ্টসাধ্য হয়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সদিচ্ছার প্রতিফলনÑ স্বাস্থ্য সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দেয়ার হাতিয়ার ‘কমিউনিটি ক্লিনিক’। প্রতিষ্ঠার পর থেকে নানা প্রতিবন্ধকতার পরও অসহায় ও চিকিৎসা বঞ্চিত মানুষের প্রিয় ও খুবই প্রয়োজনীয় প্রতিষ্ঠান হিসেবে এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ক্লিনিকের সিএইচসিপি সাইফুজ্জামান সাগর জানান, এই ক্লিনিকে প্রতিদিন গড়ে ৫০ জন রোগীর চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। ২৯ প্রকার ওষুধ রোগীদের বিনামূল্যে সরবরাহ করা হয়ে থাকে। ডায়বেটিস পরীক্ষা, ওয়েট মেশিন, প্রেসার মাপা যন্ত্র, শিশু ও গর্ভবতী মায়েদের চিকিৎসাসহ বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। কিন্তু ক্লিনিকটি নির্মাণের পর থেকে সংস্কারের অভাবে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ভবনের প্লাস্টার ও ছাদের বড় বড় অংশ খসে ও ভেঙে পড়ছে। মেঝেতে দুই ফুটের মতো পানি ভরে থাকায় বর্তমানে উঁচু কিছুর উপর বেঞ্চ ও ওষুধপত্রসহ অন্য জিনিসপত্র রেখে ঝুঁকিপূর্ণ পরিবেশে ক্লিনিক চালান হচ্ছে। বিদ্যুৎ সংযোগের জন্য ওয়ারিংসহ অন্যান্য কাজ করার পর মিটার আসলেও তা না লাগিয়ে অজ্ঞাত কারণে বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে না। ফলে রোগীরা চিকিৎসা নিতে এসে অস্বাস্থ্যকর পরিবেশে নাকানি-চুবানি খাচ্ছে। সেবাদানকারীরাও পানির মধ্যে বসে কাজ করতে বাধ্য হচ্ছে। ভবনটি পুনঃ নির্মাণের প্রয়োজন থাকলেও আপাতত প্লাস্টার কাজ করা, মেঝে একটু উঁচু করাসহ অন্য প্রয়োজনীয় কিছু কাজ করে ক্লিনিকটি ব্যবহার উপযোগী করার ব্যবস্থা নেয়া জরুরি হয়ে পড়েছে। এব্যাপারে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জীর্ণ ভবন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ