Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাই শিল্প এলাকার কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ ভবনে মিলছে না চিকিৎসাসেবা

প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা

সরকার সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতের কথা বললেও কাপ্তাই শিল্প এলাকা কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। প্রতিনিয়ত ক্লিনিকের ছাদ চুয়ে পানি পড়ার দরুন স্বাস্থ্যসেবা অনিশ্চিত হয়ে পড়েছে। এলাকার লোকজন বলেন, উক্ত ক্লিনিকে রোগীদের স্বাস্থ্যসেবা দেয়ার আগে ক্লিনিকের চিকিৎসা (মেরামত) করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ক্লিনিকে কর্মরত চিকিৎসক নিয়মিত স্বাস্থ্যসেবা দিলেও দীর্ঘদিন যাবত অত্র শিল্প এলাকা কমিউনিটি ক্লিনিকের ছাদের অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। ছাদের অবস্থা জরাজীর্ণ হওয়ার দরুন বৃষ্টি হলে পানি চুষে ক্লিনিকের ভেতরে প্রবেশ করে বিভিন্ন ঔষধপত্র নষ্ট হয়ে যায়। ক্লিনিকের ভেতরে পানিতে সয়লাব হয়ে পড়ে। কর্তব্যরত চিকিৎসক বা সেবা নিতে আশা রোগীরা চিকিৎসাসেবায় হিমশিম খেতে হয়। এব্যাপারে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডাক্তার মাসুদ আহমেদ চৌধুরীর নিকট জানতে চাইলে অকপটে তিনি তা সত্যতা স্বীকার করেন। এবং বলেন, শিল্প এলাকা কমিউনিটিসহ আরো ২/৩টি ক্লিনিক মেরামতের জন্য বাজেট হয়েছে অচিরেই তা মেরামত করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাপ্তাই শিল্প এলাকার কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ ভবনে মিলছে না চিকিৎসাসেবা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ