Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান

প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বাগেরহাট জেলা সংবাদদাতা
বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবকাঠোমোর অভাবের মধ্যেও শিক্ষা ব্যবস্থা নিয়ে গর্বিত শিক্ষক ও অভিভাবকেরা। গত সাত বছর ধরে টানা পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে। তবুও সংশ্লিষ্ট দপ্তরের নজরে আসেনি বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের দিকে। গেল শিক্ষা বর্ষে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে ২ জন, সাধারণে ২ জন এবং এ-প্লাস পেয়েছে ৮ শিক্ষার্থী। ১৯৫১ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভের পর শিক্ষা ব্যবস্থায় আমুল পরিবর্তন হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা খুশি হলেও তারা এর সুনাম ধরে রাখার জন্য বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের দাবি জানান। বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা জানান, দীর্ঘদিন বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ও অবকাঠামো ভেঙে পড়ায় তারা হতাশায় ছিলেন। বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকে তার কর্মদক্ষতা ও আন্তরিক প্রচেষ্টার ফলে ২০০৮ সাল থেকেই ধারাবাহিকভাবে প্রাথমিক সমাপনী পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য অর্জন করতে থাকে। এই সাত বছরের মধ্যে দুইবার রামপাল উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় এবং প্রধান শিক্ষক তাপস চন্দ্র পাল শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। তবে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হলেও বিদ্যালয়ের অবকাঠামোর কোনো উন্নয়ন হয়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস চন্দ্র পাল বলেন, বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টার ফলে শিক্ষার গুণগত মান উন্নয়ন সম্ভব হয়েছে। বর্তমানে বিদ্যালয়ে ২শ’ ২ জন শিক্ষার্থী পড়ালেখা করছে। গত বছর এ বিদ্যালয় প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৪১ জন অংশ নিয়ে ৮ জন এ-প্লাসসহ শতভাগ পাস করেছে। এছাড়া ফারজানা ইসলাম মিতু টেলেন্টপুলে, তানভির হাসান ইমন, লিজা আক্তার ও রিয়া খাতুন সাধারণে বৃত্তি পেয়েছে। বর্তমান বিদ্যালয়ের পুরাতন ভবনটি জরাজীর্ণ হওয়া জরুরিভিত্তিতে সংস্কার প্রয়োজন। তিনি এ বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ