Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় পুলিশের অভিযান ১৫শ’ লিটার স্পিরিট জব্দ

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৬ এএম

বগুড়ায় বিষাক্ত মদ পানে বহু মানুষ মৃত্যুর ঘটনায় গ্রেফতারকৃত চার কারবারিকে ২ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাদ করছে পুলিশ। তাদের দেয়া তথ্যে বগুড়া সদর থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের নাটাইপাড়ায় অভিযান চালিয়ে ১৫শ’ লিটার রেক্টিফাইট স্পিরিট (আরএস) সহ বিপুল পরিমাণ হোমিওপ্যাথিক ওষুধ তৈরীর সরঞ্জাম জব্দ করেছে। এর আগে গত বুধবার সদরের পারুল হোমিও ল্যাবরেটরিজ, পুনম হোমিও ল্যাবরেটরিজ, খান হোমিও হল ও মুন হোমিও হলে পুলিশ অভিযান চালিয়ে পারুল হোমিও ল্যাবরেটরিজ থেকে ২৪ লিটার ও অন্যান্য হোমিও হল থেকে আরো ২ লিটার রেক্টিফাইট স্পিরিট জব্দ করে।

পুলিশ জানায়, গত ৩১ জানুয়ারি দিবাগত রাত থেকে ৪ ফেব্রুয়ারি সকাল ১১টা পর্যন্ত বিভিন্ন সময়ে বিষাক্ত মদ পানে জেলা সদরের পুরানবগুড়া, তিনমাথা, ছিলিমপুর, ফুলবাড়ি, কালিতলা, কাটনারপাড়াসহ জেলার শাজাহানপুর উপজেলা, কাহালু উপজেলায় ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে জেলা পুলিশ বিভাগ থেকে ৮ জনের মত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। পরে ৮ জনের লাশ ময়নাতদন্তের ব্যবস্থা করে থানা পুলিশ।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, অভিযানে ১৫শ’ লিটার রেক্টিফাইট স্পিরিটসহ হোমিও ওষুধ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং অভিযান অব্যহত থাকবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ