Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনার কাছে হার মানল ইরানের আরেক কিংবদন্তি ফুটবলার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪৮ পিএম

ইরানের কিংবদন্তি ফুটবলার ও টেলিভিশনের ধারাভাষ্যকার আলী আনসারিয়ান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৩ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইরানের জাতীয় দলের এই সাবেক ফুটবলার বহু বছর তেহরানের পের্সপোলিস দলের হয়ে খেলেছেন। সেইসঙ্গে পের্সপোলিসের প্রধান প্রতিদ্বন্দ্বী টিম এস্তেগলালের হয়েও ফুটবল খেলেছেন আনসারিয়ান।
গত ১১ জানুয়ারি পের্সপোলিস ও এস্তেগলাল টিমের মধ্যে একটি ফুটবল ম্যাচে টেলিভিশনের স্টুডিওতে আরেক সাবেক ফুটবলার মেহ্রদাদ মিনাভান্দের সঙ্গে একসঙ্গে ধারাভাষ্য দিয়েছেন আনসারিয়ান। মিনাভান্দ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২১ জানুয়ারি তেহরানের একটি হাসপাতালে ইন্তেকাল করেন।
আলী আনসারিয়ান দুই সপ্তাহে আগে কোভিড-১৯-এ আক্রান্ত হন এবং ফুসফুসের বেশিরভাগ অংশে এই ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার উন্নতি হবে বলে চিকিৎসকরা আশা করলেও তাদের চেষ্টা ব্যর্থ করে দিয়ে গতকাল (বুধবার) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলী আনসারিয়ান। সূত্র : পার্সটুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ