Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ায় বিক্ষোভ চলাকালে আটক হলেন ১৪০০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২১, ৮:২১ পিএম

রাশিয়ায় বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির সাড়ে তিন বছরের কারাদণ্ড হয়েছে। এতে আবারও বিক্ষোভ করেছে তার সমর্থকরা। বিক্ষোভ দমাতে গতকাল মঙ্গলবার প্রায় ১৪০০ জন বিক্ষোভকারীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। মস্কোতে দাঙ্গা পুলিশকে বিক্ষোভকারীদের পেটাতে দেখা গেছে।-বিবিসি

বিশ্ব গণমাধ্যম থেকে জানা যায়, স্থগিত সাজার শর্ত লঙ্গনের দায়ে নাভালনির সাড়ে তিন বছরের কারাদণ্ড হয়েছে। তবে নাভালনির দাবি এর সবই অতিরঞ্জিত। গত বছরের আগস্টে রাশিয়ায় নাভালনিকে নার্ভ এজেন্ট বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য জার্মানিতে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে গত জানুয়ারিতে রাশিয়ায় ফেরেন নাভালনি। রাশিয়ায় বিমানবন্দরে নামার পরই তিনি আটক হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ