Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় বিষাক্ত মদ পানে মৃত্যুর ঘটনায় গ্রেফতার ৪

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২১, ১:১৯ পিএম

বগুড়ায় বিষাক্ত মদের ক্রিয়ায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৬ তে উঠেছে।

আর এই ঘটনায় পুলিশ ২ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে রাতভর অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হল বগুড়া শহরের ফুলবাড়ি এলাকার পারুল হোমিও ল্যাবরেটরি লিঃ এর মালিক নুরুন্নবী (৫৮),গালাপট্টি এলাকার মুন হোমিও হলের মালিক ডাক্তার আব্দুল খালেক (৫৫), ফতেহ আলী বাজার মোড়ের করতোয়া হলের মালিক শহীদুল আলম সবুর (৫৫) ও শহরতলীর আকাশ তারা এলাকার হাসান হোমিও হলের কর্মচারি জুয়েল (৩৫)।

পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পেনাল কোডের ৩০৪ ক/১০৯ ধারায় মামলা করা হয়েছে।
এছাড়াও পুলিশ সুপার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষাক্ত মদের ক্রিয়ার মৃত্যুর সংখ্যা ৮ বলেও জানান হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ