Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান সেকশন উদ্বোধন - নবদিগন্তের সূচনা

কমলনগর (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:১২ পিএম

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মত প্রসূতি মায়ের সিজারিয়ান অপারেশন সেকশন উদ্বোধন করা হয়েছে।(আজ)বুধবার সকাল ৮ :৩০ মিনিটে কমলনগরের চর ফলকন গ্রামের দিনমজুর শাহজাহানের স্ত্রী পান্না আক্তার (২৫)নামের এক প্রসূতি মায়ের সফল অস্রপচারের মাধ্যমে সিজারিয়ান সেকশন উদ্বোধন করেন লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আবদুল গাফফার চৌধুরী ।তিনি নিজেই অস্রপচার সম্পন্ন করেন। সফল অস্রপচারে প্রসূতি মায়ের কোলজুড়ে একটি পুত্র সন্তান জন্ম গ্রহন করে।কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূচনা করে এক নবদিগন্ত।

এ সময় উপস্থিত ছিলেন এনেস্থিসিস্থ ডাঃ ইকবাল মাহমুদ, কমলনগর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ আবু তাহের , শিশু বিশেষজ্ঞ ডাঃ নাসিরুজ্জামান ,আবাসিক মেডিকেল অফিসার ( RMO) ডাঃমীর মো আমিনুল ইসলাম , ডাঃ ঈষিতা নন্দী , ডাঃ ওয়ালি উদ্দিন মাসুদ, নার্সিং সুপার জনাবা কুসুমরানী পাইকসহ অন্যান্য নার্সিং কর্মকর্তাবৃন্দ।
নবজাতক ও মা উভয়ই সুস্থ রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাহের পাটোয়ারী জানান,উপজেলা পর্যায়ের এ হাসপাতালে প্রসূতি মায়ের সফল অস্রপচারে প্রয়োজনীয় সার্জারি চিকিৎসক, এনেস্থিসিস্থ বিশেষজ্ঞসহ অনুমোদিত ৫০ শয্যার প্রয়োজনীয় জনবল বৃদ্ধিকরণসহ গণসচেতনতায় জনপ্রতিনিধি ও প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রয়োজন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্বোধন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ