বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রায় দু’বছর ধরে ভুয়া বিল ভাউচার তৈরী করে সরকারী কোষাগার থেকে প্রায় ২ কোটি ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাশ সরকার আমিরুল ইসলাম (৩৪) ও দিনাজপুর জেলা একাউন্টস অফিসের অডিটর মাহাফুজুর রহমান (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আমিরুল ইসলাম দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের ‘ক্যাশ সরকার’ পদে কর্মরত ও সাতক্ষীরা জেলার দেবহাটা থানার মাটিকোমরা গ্রামের আরশাদ আলীর ছেলে এবং মাহাফুজুর রহমান, দিনাজপুর জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসের ‘অডিটর’ পদে কর্মরত ও দিনাজপুর সদর উপজেলার কসবা এলাকার মৃত হামিদুর রহমানের ছেলে।
গ্রেফতারকৃত দুজনকে আজ মঙ্গলবার সন্ধ্যায় আদালতে হাজির করে ৭ রিমান্ড চাইলে আগামীকাল বুধবার রিমান্ড আবেদনের শুনানির দিন নির্ধারণ করেছে আদালত।
মামলার এজাহার সূত্রে জানাযায়, এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাশ সরকার আমিরুল ইসলাম ও দিনাজপুর জেলা একাউন্টস অফিসের অডিটর মাহাফুজুর রহমান গত ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারী হতে চলতি বছরের ৩১ জানুয়ারী পর্যন্ত প্রায় ২ বছরে হাসপাতালের ভুয়া-বিল ভাউচার তৈরী করে ই-ট্রানজেকশনের মাধ্যমে সরকারী কোষাগার থেকে মোট ২ কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৪২৮ কোটি টাকা আত্মসাৎ করেছে।
এ বিষয়ে সোমবার দিবাগত রাতে দিনাজপুর জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার সাইফুল ইসলাম মন্ডল বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।