প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এক সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী-মডেল সুজানা জাফর এখন পুরোপুরি ইসলামি নিয়ম-কানুন মেনে জীবনযাপন করছেন। তিনি জানিয়েছেন, এখন তিনি পর্দানশীন হওয়ায় অভিনয়ে ফেরার সম্ভাবনা নেই। তার এখন বেশির ভাগ সময় বিদেশে কাটে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে থাকেন। দেশটির নাগরিকও তিনি। সেখানে ফ্যাশন হাউজ ব্যবসা নিয়ে ব্যস্ত। দুবাই থেকে তার সুজানাস ক্লোজেটের জন্য পণ্য-সামগ্রী দেশেও নিয়ে আসেন। আবার নিজের ডিজাইনেও পোশাক তৈরি করেন। সুজানা জানান, অভিনয়-মডেলিং সব তিনি ছেড়ে দিয়েছেন প্রায় দুই বছর হলো। তবে মানুষ এখনো আমাকে ভালোবাসে। তাদের রেসপন্স, ম্যাসেজ, দেখে তা বুঝতে পারি। আমার কাছে মনে হচ্ছে, আগের চেয়ে এখন বেশি মানুষের শ্রদ্ধা পাচ্ছি। কারণ, আমি এখন পুরোপুরি ইসলামিক ধারায় জীবনযাপন করছি। এ অবস্থায় অভিনয় বা মডেলিং করা আমার পক্ষে সম্ভব নয়। এটা করা উচিৎও নয়। তাই মন থেকেই অভিনয়-মডেলিং ছেড়ে দিয়েছি। মিডিয়াতে ফিরে আসার কোন চিন্তা নেই। এদিকে, সুজানা তার ফেসবুক পেজজুড়ে ইসলামের প্রচার ও প্রসারের কাজ করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।