Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বে করোনায় মৃত্যু প্রায় সাড়ে ২২ লাখ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২১, ৯:৩৭ এএম

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১০ কোটি ৩৯ লাখ ২৯ হাজার ৬৮ জন। এতে মৃত্যু হয়েছে ২২ লাখ ৪৭ হাজার ৬৫২ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৭ কোটি ৫৭ লাখ ২৭ হাজার ৭০২ জন।

আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল নয়টা পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে। তাদের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনা মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ২ কোটি ৬৯ লাখ ১১ হাজার ৩৭৫ জন। এর মধ্যে মারা গেছেন ৪ লাখ ৫৪ হাজার ২১৩ জন আর সুস্থ হয়েছেন ১ কোটি ৬৬ লাখ ২৯ হাজার ৫১৩ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ১ কোটি ৭ লাখ ৬৭ হাজার ২০৬ জনের শরীরে। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ৫২২ জন আর সুস্থ হয়েছেন ১ কোটি ৪ লাখ ৪৭ হাজার ৪৫০ জন।

করোনা সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ৯২ লাখ ৩০ হাজার ১৬ জন। এর মধ্যে মারা গেছেন দুই লাখ ২৫ হাজার ১৪৩ জন এবং সুস্থ হয়েছেন ৮০ লাখ ৭৭ হাজার ৯৬৭ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ