নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঢাকা জেলার নবাবগঞ্জ আগলা প্রগতি সংঘের বিরুদ্ধে ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রতারণার অভিযোগ এনেছে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার তেঘরিয়া যুব সংঘ। এ অভিযোগে সংগঠনের সভাপতি শেখ শহিদুল্লাহ সোহেল সংবাদ সম্মেলনও করেছেন। ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় সিরাজদিখান প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে সোহেল বলেন, ‘আগলা প্রগতি সংঘের আয়োজনে কবি কায়কোবাদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। নক আউট পদ্ধতির প্রথম রাউন্ডে ২৭ জানুয়ারি আগলা কায়কোবাদ মাঠে মিরপুর পল্লবীকে হারিয়ে সেমিফাইনালে উঠে তেঘরিয়া যুব সংঘ। পরের দিন আমাদের জানানো হয়, ৩০ জানুয়ারি সেমিফাইনাল খেলা। আমরা খেলাটি পেছাতে বললে আয়োজক আগলা প্রগতি সংঘের কর্মকর্তারা আমাদের কথা শুনেননি। মূলত ম্যাচের পাঁচ দিন আগে ম্যাচের সূচী জানানোর কথা থাকলেও আয়োজকরা তা জানায় মাত্র ২ দিন আগে। যে কারণে তেঘরিয়ার যুব সংঘ সেরা খেলোয়াড় সংগ্রহ করে দল গড়তে পারেনি। শুধু তাই নয় সেমিফাইনাল ম্যাচে আমরা না খেললেও আমাদের ক্লাবের নাম ব্যবহার করে অন্য ২ জন খেলোয়াড় দিয়ে ম্যাচ খেলেনো হয়েছে। যা আমাদের জন্য সম্মানহানির ঘটনা।’ তিনি আরো বলেন, ‘আমরা বিষয়টি নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। প্রয়োজনে আমরা আইনের আশ্রয় নেবো।’
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মঞ্জু বলেন, ‘তেঘরিয়া সংঘের কর্মকর্তারা এসেছিলেন। আমি তাদের লিখিতভাবে বিষয়টি জানাতে বলায় তারা তা করেছে। এখন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।