মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের দখলকৃত গিলগিট-বালটিস্তানে দুটি জাতীয় উদ্যান প্রতিষ্ঠার পরিকল্পনার বিরোধিতা করেছেন বিরোধী নেতা আমজাদ হুসেন। তিনি বলেছেন, এই পরিকল্পনার ফলে অনেক স্থানীয় মানুষের জীবিকা নষ্ট হবে। গিলগিট-বালটিস্তান বিধানসভার বিরোধী নেতা অ্যাডভোকেট আমজাদ হুসেন আসন্ন বিধানসভা অধিবেশন চলাকালীন বিষয়টি উত্থাপনের পরিকল্পনা করছেন। তিনি বলেছেন, এই পার্কগুলোর কারণে স্থানীয়রা তাদের জীবিকা হারাবে। কারণ তাদেরকে ওই এলাকায় কোনও বাড়ি নির্মাণ বা চাষের অনুমতি দেওয়া হবে না। তিনি এই অঞ্চলে বাইরের বিনিয়োগকারীদের আসতে দিয়ে একটা দুর্ভোগ সৃষ্টির পরিকল্পনা করার জন্যও সরকারকে অভিযুক্ত করেছিলেন। তিনি বলেন, স্থানীয় জনগণের অধিকার রক্ষায় কোনও ব্যবস্থা না নিয়ে এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে তা দৃঢ়ভাবে প্রতিহত করা হবে। তিনি উল্লেখ করেন, সেখানে জাতীয় উদ্যান করা হলে স্থানীয় বাসিন্দারা ভেষজ পণ্য ব্যবহার করতে পারবেন না, কাঠ কাটাতে পারবেন না। বাইরের বিনিয়োগকারীরা এসে দুর্ভোগ সৃষ্টি করবে। আন্তর্জাতিক আইন অনুসারে আদিবাসীদের প্রাকৃতিক সম্পদের উপর সবচেয়ে বেশি অধিকার আছে। কিন্তু সরকারের সিদ্ধান্ত তাদের অর্থনৈতিক সুবিধা থেকে বঞ্চিত করবে। প্রাকৃতিক সম্পদের শোষণের ফলে সম্প্রতি পাকিস্তানের দখলে থাকা গিলগিট-বালটিস্তান জুড়ে জনগণের মধ্যে বিক্ষোভের সৃষ্টি হয়েছে। আল-আরাবিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।