গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বিশিষ্ট চিকিৎসক ও সার্জন ঢাকার উত্তরা নিবাসী ডা. গোলাম রসুল গতকাল রোববার ভোর ৪.৩০ মিনিটে তাঁর নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। গতকালই তাঁকে তাঁর গ্রামের বাড়ী চাঁদপুর জেলার মতলব উপজেলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি তাঁর স্ত্রী ডা. খালেদা বানু, ৩ পুত্র ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
ডা. গোলাম রসুল ঢাকা মেডিকেল কলেজ থেকে স্বর্ণপদকসহ পাশ করেন। তিনি ইংল্যান্ড এবং এডিনবরা থেকে দুবার এফআরসিএস, বাংলাদেশ থেকে এফসিপিএস এবং বিএসএমএমইউ থেকে ডিএসসি ডিগ্রী লাভ করেন। তিনি ইংল্যান্ড, লিবিয়া এবং বাংলাদেশে অত্যন্ত সুনামের সঙ্গে চিকিৎসা পেশায় কাজ করেছেন। তিনি তদানিন্তন পিজি হাসপাতাল থেকে হেড অফ সার্জারী হিসেবে অবসর গ্রহণ করেন। পাশাপাশি দানশীল ব্যক্তি হিসাবে তার সুনাম ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।