Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

বেকারত্ব বেড়েছে জার্মানিতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২১, ৭:৩৩ পিএম

চলতি বছরের প্রথম মাসে জার্মানিতে বেকারের সংখ্যা এক লাখ ৯৩ হাজার বেড়ে ২৯ লাখ এক হাজারে দাঁড়িয়েছে। জানুয়ারি মাসে বেকারত্বের হার শূন্য দশমিক চার শতাংশ বেড়ে ছয় দশমিক তিন শতাংশ হয়েছে। তবে গত বছরের জানুয়ারির তুলনায় এ বছরের জানুয়ারিতে বেকারত্বের হার কিছুটা কম বলেও জানানো হয়। তথ্যটি জানিয়েছে, জার্মান এমপ্লয়মেন্ট এজেন্সি।
২০১৯ সালের ডিসেম্বর এবং ২০২০ সালের জানুয়ারি মধ্যে বেকারের সংখ্যা বেড়েছে এক লাখ ৯৮ হাজার। তখন জার্মানিতে প্রথমবারের মতো করোনা মহামারি রোধে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার প্রভাব লক্ষ্য করা যায়। তবে তুলনামূলকভাবে ২০২০ সালের প্রথম মাসের চেয়ে ২০২১ সালের প্রথম মাসে বেকারের সংখ্যা বেশি। ২০২০ সালের জানুয়ারির চেয়ে ২০২১ সালের জানুয়ারি মাসে বেকারে সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার বেশি, জানিয়েছে সংস্থাটি।
মহামারি মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণই এ মাসে শ্রমবাজার স্থিতিশীল থাকার কারণ বলে জানান, জার্মান এমপ্লয়মেন্ট এজেন্সির (বিএ) প্রধান ডেটলেফ শেলে। সূত্র: ডয়চে ভেলে বাংলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জার্মান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ