Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফতুল্লায় শিশু ধর্ষণে বৃদ্ধ ও ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২১, ৭:১১ পিএম

ফতুল্লায় মজা কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে ৮ বছরের শিশু ও ২ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. হোসেন (৫৫) নামে এক বৃদ্ধ ও রিফাত (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (৩১ জানুয়ারী) সকালে ফতুল্লার নন্দলালপুর এলাকা হতে মো: হোসেন ও মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে রিফাতকে পুলিশ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মো: হোসেন বরিশালের মেহেন্দীগঞ্জের চানপুর এলাকার মৃত মোবারক আলীর ছেলে। সে ফতুল্লার নন্দলালপুর উত্তর মহল্লার কাদেরের বাড়ির ভাড়াটিয়া বসবাস করে। এবং রিফাত মাসাইর গুদারাঘাট এলাকার মৃত মানিক মিয়ার ছেলে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম জানান, শিশুর বাবা স্থানীয় রি-রোলিং মিলে লেবারের কাজ করে। আর শিশু নন্দলালপুর হাজী আওলাদ হোসেন প্রাইমারী স্কুলের ৩য় শ্রেনীতে লেখাপড়া করে।মো. হোসেন তাদের প্রতিবেশি হওয়ায় তাদের মধ্যে ভাল সম্পর্ক। শিশুটি মো. হোসেনকে নানা বলে ডাকতো। গত ২৮ জানুয়ারী দুপুরে শিশুটি তার বাড়ির সামনে খেলা করছিল।

তখন মো. হোসেন শিশুটিকে মজা কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে তার ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশু ডাক-চিৎকার করলে ভয়ভীতি দেখায়। ধর্ষণের পর শিশুটিকে ঘর থেকে বের করে দেয়।এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়েরের পর পুলিশ ধর্ষক মো: হোসেনকে গ্রেপ্তার করে।

অপরদিকে, ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকা দুই বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রিফাতকে (৩০) গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ