Inqilab Logo

শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পিএসজি ২, অ্যাটলেটিকো ২

করোনাভাইরাসে আক্রান্ত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২১, ৯:০৮ পিএম

অ্যাটলেটিকো মাদ্রিদের দুই ফুটবলার ইয়ানিক কারাসকো ও মারিও এরমেসোর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

গতকাল এক বিবৃতিতে লা লিগার দলটি জানায়, বেলজিয়ান উইঙ্গার কারাসকো ও স্প্যানিশ ডিফেন্ডার এরমেসো কোভিড-১৯ পজিটিভ হওয়ায় গত শুক্রবার থেকে বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

ফলে স্বাভাবিকভাবেই লিগে আজ রাতে স্বাগতিক কাদিসের বিপক্ষে ম্যাচে তাদের পাওয়া যাবে না।

দুজনই চলতি লিগে অ্যাটলেটিকোর হয়ে খেলেছেন ১৫ ম্যাচ। গত সপ্তাহে লিগে ভালেন্সিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ের ম্যাচে দুজনই ছিলেন শুরুর একাদশে।

লা লিগার শিরোপা লড়াইয়ে ৭ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে দিয়েগো সিমেওনের দলটি। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ম্যাচও একটি কম খেলেছে তারা।

এক দিন আগেই করোনাভাইরাস শনাক্ত হয়েছে পিএসজির মিডফিল্ডার মার্কো ভেরাত্তি ও ডিফেন্ডার আবদু দিয়ালোর শরীরে।

এক টুইট বার্তায় গতপরশু এই দুই ফুটবলারের কোভিড-১৯ টেস্টের ফল পজিটিভ আসার কথা জানায় লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। তারা এখন আইসোলেশনে থাকবেন বলে জানানো হয়েছে।

দেশটির স্বাস্থ্যবিধি অনুযায়ী কোভিড-১৯ পজিটিভ হওয়া ব্যক্তিকে সাত দিন আইসোলেশনে থাকতে হয়।

লিগ ওয়ানে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা পিএসজি আজ রাতে খেলবে অবনমন অঞ্চলে থাকা স্বাগতিক লরিয়েঁর বিপক্ষে। এরপর বুধবার ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ তলানির দল নিম।

লরিয়েঁর বিপক্ষে আগে থেকেই অবশ্য নিষিদ্ধ ছিলেন ইতালিয়ান ফুটবলার ভেরাত্তি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ