Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওসমানীনগরে অজ্ঞাত রিক্সা চালক হত্যা মামলার আসামী আটক

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২১, ৮:৪৬ পিএম

সিলেটের ওসমানীনগরে রিকশাচালক হত্যা মামলার আসামীকে আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার মৌলভীবাজার এলাকা থেকে আটক করা হয়। ধৃত আসামীর নাম মোঃ হাসান মিয়া (২৬) ওরফে মনাই । সে মৌলভীবাজার জেলার কাজীরবাজারের মীলপুর (মাঝপাড়া) গ্রামের ইলয়াছ আলীর পুত্র।

থানা সূত্রে জানা যায়, বালাগঞ্জ থানার গহরপুর মাদ্রাসার বার্ষিক ওয়াজ চলাকালে গত ২১ জানুয়ারি রাত ৮ টার দিকে নিহত কালু মিয়া (৬০) বালাগঞ্জ গহরপুর গ্রামের ছহুল আহমদের গরুর খামারের কাজের লোক আসামী মোঃ হাসান মিয়া এক সাথে নিহত কালু মিয়ার রিক্সাযোগে ওসমানীনগরের তাজপুর বাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে কালু মিয়া পাঁচপাড়ার দক্ষিণে পোস্ট অফিস নামক স্থানে দুর্ঘটনাবশত পথচারীর গায়ে রিক্সা তুলে দেয়। এ কারণে কালু মিয়ার রিক্সাটি আহত ব্যক্তির শ^শুর বাড়ীতে নিয়া আটক রাখা হয়। কালু মিয়াকে ছাড়ার জন্য আসামী মোঃ হাসান মিয়া প্রকাশ মনাই অনুরোধ করে। এক পর্যায়ে কালু মিয়ার রিক্সাটি আটক রেখে তাদের ছেড়ে দেয়া হয়। পরে আসামী ও ভিকটিম দুজনে পায়ে হেঁটে তাজপুর পৌঁছে এবং কালু মিয়া একা সরু একটি গলি দিয়ে ভিতরে যায়। কালু মিয়ার কাছে ২৫০ গ্রাম গাঁজা আছে মর্মে জানায়। কালু মিয়া বলে রাস্তার পাশে বসে গাঁজা খাবে। এ সময় হাসান মিয়া প্রকাশ মনাই কালু মিয়ার কাছে গাঁজা চাইলে তাকে গাঁজা দেয় নাই। রাত সাড়ে ৯ টার দিকে কালু মিয়া সমস্ত গাঁজা একা খেয়ে কলকী ফেলে দেয়। তারপর তারা দুজনে পায়ে হেঁটে দয়ামীরের দিকে রওয়ানা হয়। কালু মিয়া গাঁজার নেশায় আচ্ছন্ন ছিল। হাওড়ের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় রাত সাড়ে ১০ টার দিকে দয়ামীরের চক মন্ডল কাঁপন চকেরবন্দ মাহরা কনভেনশন সেন্টারের পাশের জমিতে কালু মিয়া হুঁচট খেয়ে পড়ে যায়। হাসান মিয়া কালু মিয়ার কোন নড়াচড়া বা সাড়াশব্দ না পেয়ে কালু মিয়ার পরনে থাকা হুডি (মাথার ক্যাপ সহ জ্যাকেট) এর ফিতা ধরে কালু মিয়ার গলায় একটি গিট দিয়ে স্বজোরে টান দেয়। কালু মিয়াকে ঐ অবস্থায় ফেলে রেখে আসামী হাসান মিয়া প্রকাশ মনাই মাদরাসা বাজারে চলে যায়।

২২ জানুয়ারি শুক্রবার তার লাশ উদ্ধার করে ওসমানীনগর থানা পুলিশ। এ ব্যাপারে ওসমানীনগরে মামলা দায়ের করা হয়। মামলা নং ১৭। আটকের সত্যতা স্বীকার করে ওসমানীনগর থানা ওসি শ্যামল বণিক বলেন, গতকাল শনিবার আদালতে স্বীকার উক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামী। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ