Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটের গোলাপগঞ্জে এবারও পৌর মেয়র নির্বাচিত হলেন আ’লীগের বিদ্রোহী প্রার্থী রুবেল

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২১, ৮:৩৮ পিএম

চতুর্থ ধাপে অনুষ্ঠিত নির্বাচনে হয়েছে সিলেটে গোলাপগঞ্জ পৌরসভায় মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী (বর্তমান মেয়র) আমিনুল ইসলাম রুবেল।

গোলাপগঞ্জে ভোট গণনা শেষে ৫৮৫১টি ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন দলের অপর বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র জাকারিয়া আহামদ পাপলু। তিনি পেয়েছেন ৪৫৫৮টি ভোট। এছাড়া নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. রুহেল আহমদ পেয়েছেন ১১৭৫টি ভোট। নির্বাচনে ধানের শীষের প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন ভোট পেয়ে ৪২২২টি। নির্বাচনে ভোটের হিসেবে তার অবস্থান তৃতীয় ।

আজ ৩০ জানুয়ারি (শনিবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে নির্বাচন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ