Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জানা গেল ফাতিমা সানা শেখ-অনিল কাপুর-হর্ষ বর্ধন কাপুরের অজানা ফিল্মের নাম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

কয়েক সপ্তাহ ধরে ফাতিমা সানা শেখ, অনিল কাপুর এবং অন্যরা রাজস্থান থেকে তাদের ফিল্মের সেট ঘিরে কিছু ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে এক ধোঁয়াশার সৃষ্টি করেছে। এই শিল্পীদের সবাই কোনও রহস্যময় কারণে তাদের ফিল্মের নামটিই সযত্নে এড়িয়ে গেছে, এতে সবার কৌতূহল কয়েক গুণ বেড়ে গেছে। সাধারণত চলচ্চিত্রের শুটিং শুরু হলে নির্মাতারা তাদের টিমের সদস্যদের তথ্য ফাঁস করার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করে দেয়, কিন্তু এই ক্ষেত্রে শিল্পীদের ছবি আর টুকটাক তথ্য প্রকাশ করতে দিয়েছে নির্মাতা, তবে সরাসরি ফিল্মের নামটি প্রকাশ করা থেকে সবাই বিরত থেকেছে। এমনটা কিন্তু বিরল। তবে শেষ পর্যন্ত নামটি ফাঁস হয়ে গেছে। এক সূত্র বলেছে, “ফিল্মটির নাম ‘থর’। এতে অভিনয় করেছেন অনিল কাপুর, তার ছেলে হর্ষ বর্ধন কাপুর, ফাতিমা সানা শেখ এবং সঞ্জয় দাধিচ। ফিল্মটি পরিচালনা করছেন রাজ সিং চৌধারি। এটি নেটফ্লিক্সের ফিল্ম।” রাজ সিং কিন্তু অনুরাগ কাশ্যপের রাজস্থানে চিত্রায়িত ‘গুলাল’ ফিল্মের প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। অনিল কাপুর এই দ্বিতীয়বার তার ছেলের সঙ্গে একই ফিল্মে অভিনয় করছেন। এর আগে তাদের ২০২০-এর থ্রিলার ‘একে ভার্সেস একে’তে একসঙ্গে দেখা গেছে। এর পর আবার তাদের অভিনব বিন্দ্রার বায়োপিকে একসঙ্গে দেখা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: থর


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ