Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অটোপাসে জিপিএ-৫ বেড়েছে সিলেট শিক্ষাবোর্ডে ৩ গুণের চেয়েও বেশি !

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২১, ৬:৫৬ পিএম

প্রকাশিত ২০২০ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা ২০১৯ সালের চেয়ে ৩ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে! সিলেট শিক্ষা বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৪২ জন শিক্ষার্থী। এর মধ্যে ২ হাজার ১৩৩ জন ছেলে ও ২ হাজার ১০৯ জন মেয়ে।


২০১৯ সালে এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৯৪ জন। ওই বছরের চেয়ে এবার ৩ হাজার ১৪৮ জন বেশি শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫।

এর আগে, ২০১৮ সালে জিপিএ-৫ পেয়েছিল ৮শত ৭৩ জন, ২০১৭ সালে পেয়েছিল ৭ শত জন ও ২০১৬ সালে পেয়েছিল ১৩ শত ৩০ জন।

এদিকে, এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৩ হাজার ৭শত ৫৮ জন রয়েছেন। মানবিক বিভাগে ২শত ৭১ জন পেয়েছেন জিপিএ-৫। এছাড়া ব্যবসা শিক্ষা বিভাগের ২শত ১৩ জন শিক্ষার্থী পেয়েছেন জিপিএ-৫।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক কবির আহমদ জানান, সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে সিলেট রয়েছেন ২ হাজার ৮২০ জন শিক্ষার্থী, মৌলভীবাজারের ৬৯৭ জন, হবিগঞ্জের ৫৩২ জন ও সুনামগঞ্জের ১৯৩ জন শিক্ষার্থী। সিলেট শিক্ষা বোর্ডে গত ২০২০ সালে ২৯৬টি প্রতিষ্ঠানের ৭৫ হাজার ৩২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেছিল এইচএসসি পরীক্ষার্থী। এদের সবাইকে দেওয়া হয়েছে অটোপাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ