বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের রাউজানে কৃষকের ঘরে ও স্থানীয় মসজিদের ইমামের কক্ষসহ কয়েকটি ঘরের বাইরে দরজায় হুক ও শিকল লাগিয়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের ৪টি গরু ও ৫০টি হাঁস-মুরগী পুড়ে অঙ্গার হয়ে গেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত দেড়টায় উপজেলা ডাবুয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম গোলাফর রহমান।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে কৃষক গোলফর রহমানের ঘরে ও মসজিদের ইমামের কক্ষসহ কয়েকটি ঘরের বাইরের দরজায় হুক ও শিকল লাগিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনের লেলিহান শিখায় পুড়ে অঙ্গার হয়ে যায় একটি বাছুরসহ গাভী, দুটি ষাঁড় ও ৫০টি হাঁস-মুরগী।
এ ঘটনায় রাউজান থানায় একটি অভিযোগ দিয়েছেন কৃষক গোলাফর রহমান।
রাউজান থানার ডিউটি অফিসার এসআই মো. হানিফ বলেন, ‘ক্ষতিগ্রস্ত কৃষক রাউজান থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি আমরা গুরুত্বের সাথে নিয়েছি।’ দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।