Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরে নকলা ও নালিতাবাড়ী পৌরসভার নির্বাচন শুরু : সকালে ভোটার উপস্থিতি কম

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২১, ১০:৩৫ এএম
শেরপুর জেলার নকলা ও নালিতাবাড়ী পৌরসভার নির্বচন আজ সকাল ৮টার সময় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকালে ভোটার উপস্থিতি খুবই কম। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানান প্রার্থীরা।
নকলা পৌরসভায় ১৩ হাজার ৮ পুরুষ ভোটার ও ১৪ হাজার ১শ ৫১ জন মহিলা ভোটারসহ মোট ২৭হাজার ১শ ৫৯ জন ভোটার ১২টি কেন্দ্রে ভোট প্রদান করছে। এ পৌরসভায় আওয়ামীলীগের সমর্থিত হাফিজুর রহমান লিটন, বিএনপির এনামুল হক রিপন, আওয়ামীলীগের বিদ্রোহী মিজানুর রহমান ও আনোয়ার হোসেন আনারসহ ৪ মেয়র, সাধারণ কাউন্সিলর পদে ৩৮ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ জনসহ মোট ৫৭ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছে। ভোট শান্তিপূর্ণ করতে ৩শতাধিক র‌্যাব, পুলিশ ও আনসারসদস্যরা নিরাপত্তার দায়িত্বে আছেন।  
নালিতাবাড়ী পৌরসভায় ১০ হাজার ৬শ ৩১ পুরুষ ভোটার ও ১১ হাজার ৫শ ২ জন মহিলা ভোটারসহ মোট ২২হাজার ১শ ৩৩ জন ভোটার ১০টি কেন্দ্রে ভোট প্রদান করছে। এ পৌরসভায় আওয়ামীলীগের সমর্থিত আবু বক্কর, বিএনপির আনোয়ার হোসেন ২ মেয়র, সাধারণ কাউন্সিলর পদে ৩৪ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জনসহ মোট ৫৭ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছে।  ভোট শান্তিপূর্ণ করতে ৩শতাধিক পুলিশ, র‌্যাব, ও আনসারসদস্যরা নিরাপত্তার দায়িত্বে আছেন। 
নকলায় পাইলট স্কুল কেন্দ্রে ভোটের শুরুতেই স্বতন্ত্র প্রার্থীর একজন এজেন্টকে মারধোর করে। এছাড়াও কয়েকটি কেন্দ্র থেকে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন প্রার্থীরা। 
এসময় আওয়ামলীগের প্রার্থী হাফিজুর রহমান লিটন নির্বাচন সুষ্ঠু হচ্ছে এবং তিনি নিশ্চিত বিজয় হবেন বলে আশা করেন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান জানান, তার এজেন্টকে মারধোর করা হচ্ছে। এর পরেও নির্বাচন সুষ্ঠু হলে তিনি বিজয়ী হবেন। 
বিএনপির প্রার্থীএনামুল হক রিপন জানান, আমার এজেন্টদের বাড়ী বাড়ী গিয়ে হুমকি দেয়া হয়েছে। কেন্দ্র থেকেও বের করে দেয়া হয়েছে।  
ভোটে যাতে আগেভগে কোন কারচুপি করতে না পারে সে জন্য আজ ভোরে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌছানো হয়।
নির্বাচন শান্তিপূর্ণ করতে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান, জেলা নির্বাচন অফিসার শানিয়াজ্জামান তালুকদার। 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পৌরসভার নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ