Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিকা নিবন্ধনে ইউনিয়ন ডিজিটাল সেন্টার প্রস্তুতের নির্দেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

করোনাভাইরাসের ভ্যাকসিন প্রাপ্তির জন্য নিবন্ধন নিশ্চিত করতে ইউনিয়ন ডিজিটাল সেন্টার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের (ইউপি-১) সিনিয়র সহকারী সচিব আকবর হোসেন স্বাক্ষরিত এ নির্দেশনা সংক্রান্ত চিঠি সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপ-পরিচালক স্থানীয় সরকার, উপজেলা নির্বাহী অফিসারকে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্য সেবা বিভাগের চিঠির পরিপ্রেক্ষিতে সরকার কোভিড-১৯ মহামারি মোকাবিলায় জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে ইতোমধ্যে জাতীয় ভ্যাকসিন প্রয়োগ পরিকল্পনা গ্রহণ করেছে। অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভ্যাকসিন প্রদান করা হবে। এই ভ্যাকসিন পাওয়ার জন্য অগ্রাধিকার প্রাপ্তদের মধ্য থেকে টিকা নিতে আগ্রহী ব্যক্তিদের অনলাইনে নিবন্ধন করতে হবে।
সুরক্ষা নামক ওয়েব পোর্টাল থেকে নিবন্ধন করা যাবে অথবা অ্যান্ড্রয়েড বা অ্যাপল স্টোর থেকে সুরক্ষা অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করা যাবে। আগ্রহী জনগণের অনেকেরই অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন নেই। এ কারণে প্রত্যেকটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারসমূহে কোডিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণে আগ্রহী ব্যক্তিরা যাতে নিবন্ধন করতে পারেন, তার জন্য প্রত্যেকটি সেন্টারকে প্রস্তুত রাখা প্রয়োজন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিকা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ