Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নবচিত্রের সম্পাদককে দেখতে হাসপাতালে এমপি-আনার

কালীগঞ্জ (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২১, ৮:৫৯ পিএম

ঝিনাইদহের দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব শহিদুল ইসলাম ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন শুক্রবার বিকাল ৫ টায় দেখতে যান ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার। তিনি এ সময় হাসপাতালে অবস্থানরত অসুস্থ সম্পাদকের পরিবারের সদস্যদের সাথে কথা বলে তার চিকিৎসার যাবতীয় খোঁজ খবর নেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে তিনি নিজ পত্রিকা অফিসে বসে থাকা অবস্থায় ষ্ট্রোক করেন। তাকে নিয়ে দ্রæত যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকেরা তার উন্নত চিকিৎসায় ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে স্থানান্তরিত করেন। বৃহস্পতিবার দুপুরে অসুস্থ সম্পাদকের ঢাকায় নেয়ার পথে কালীগঞ্জের মেইন বাসস্ট্যান্ডে স্থানীয় সহকর্মী সাংবাদিক, হাজী কল্যান সমিতির নেতৃবৃন্দ, সুধী সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছুটে আসেন। এরপর গতকাল রাতে তাকে নিয়ে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। তার পারিবারিক ভাবে জানাগেছে, বর্ষিয়ান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলামের শারিরীক অবস্থার বেশ উন্নতি ঘটেছে। অসুস্থ সম্পাদকের সুস্থতায় তার পরিবার,কালীগঞ্জ হাজী কল্যান সমিতি ও কালীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝিনাইদহ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ