বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটের বিশ্বনাথ উপজেলার চাউলধনী হাওরে অবশেষে ইজারাদার ও সাবলিজ গ্রহীতার লাটিয়াল বাহিনীর হাতে একজন কৃষককে প্রাণহানি হয়েছে। নিজের জমি রক্ষায় তিনি হাওরে গিয়েছিলেন। তাকে একা পেয়ে লাটিয়াল বাহিনী পিটিয়ে হত্যা করে। পরে এ খুন থেকে রক্ষার জন্য নানা রকম অপপ্রচার চালানো হয়। নিহত ব্যক্তির নাম ছরকুম আলী দয়াল (৬০)। তিনি উপজেলার চৈতননগর গ্রামের আকবর আলীর পুত্র।
বৃহস্পতিবার বিকেলে একজন প্রবাসীর নেতৃত্বে লিজ গ্রহীতার লাটিয়াল বাহিনী দয়ালের জমির পানি অন্যত্র সরিয়ে দেওয়ায় তিনি বাঁধা দেন। এতে দলবদ্ধ হয়ে পূর্ব পরিকল্পিতভাতে তাকে পিটিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে দয়ালের আত্মীয় স্বজন ঘটনাস্থলে গেলে ইজারাদার বাহিনী পূনরায় তাদের উপর আক্রম করে। এতে দয়ালের পুত্র পাবেল, চান্দ আলীর পুত্র ইন্তাজ আলী, আহমদ আলীর পুত্র জাহাঙ্গীর ও রেজাউলকে মারপিট করা হয়। মূলত ঘোষণা দিয়েই ছরকুম আলী দয়ালকে হত্যা করা হয়। গত বাসিয়া ব্রীজের ওপরে কৃষকরা যে দুটি মানববন্ধন করেছিলেন এই মানববন্ধনে ছরকুম আলী দয়ালের ভাতিজা আহমদ আলী অভিযোগ করেছিলেন যে লিজ গ্রহীতা ও বাহিনী আহমদ আলী ও তার চাচাকে হত্যার ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণা মতে দয়ালকে হত্যা করা হয়েছে। প্রভাবশালী লীজ গ্রহীতার নিকট থেকে আর্থিক সুবিধা নিয়ে প্রশাসনের কিছু লোক তাকে আস্কারা দেওয়ায় এই হত্যাকান্ডের মতো ঘটনা ঘটে। চাউলধনী হাওরপার এলাকায় এখন আতঙ্ক বিরাজ করছে। চাউলধনী হাওররের ২৫টি গ্রামের নারী পুরুষ এখন আতঙ্কিত। যুক্তরাজ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত চাউলধনী হাওর পারের প্রবাসীরা চরম ক্ষোব্ধ ও হতাশ। তারা অভিলম্বে চাউলধনী হাওরের লিজ বাতিল এবং খুনিদের গ্রেফতারের দাবী জানিয়েছেন। অন্যতায় তারা দেশে বিদেশে কৃষক বাঁচাও আন্দোলন গড়ে তুলবেন।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার ওসি সাংবাদিকদের জানিয়েছেন, দয়ালের দেহে কোন আঘাত পাওয়া যায়নি। তবে তিনি ৩জন আটকের কথা নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।