Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাভালনির আপিল প্রত্যাখ্যান, কারাগারেই রাখার নির্দেশ রুশ আদালতের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২১, ১২:০২ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তীব্র সমালোচক আলেক্সি নাভালনির আটকের বিরুদ্ধে আপিল প্রত্যাখ্যান করেছেন রুশ আদালত। তার বন্দিদশার বিরুদ্ধে করা এক আপিল প্রত্যাখ্যান করে গতকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এ নির্দেশ দেয় আদালতটি। রায় শুনে নাভালনি একে 'প্রত্যাশিত' বলে মন্তব্য করেছেন। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

নাভালনি জার্মানিতে চিকিৎসা শেষে ১৮ জানুয়ারি রাশিয়ায় ফিরে আসেন। তাকে বিমানবন্দরে আটক করা হয়েছিল এবং ৩০ দিনের জেল দেওয়া হয়েছিল। এর আগে সম্ভাব্য নিউরোপ্যাথিক স্নায়ু এজেন্ট দ্বারা আক্রান্ত হওয়ার পরে তিনি জার্মানি গিয়েছিলেন। তিনি দাবি করেছেন যে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনই তাঁকে হত্যার প্রস্তাব দিয়েছিলেন। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে।

বর্তমানে নাভালনির বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। তাকে কয়েক বছরের কারাদন্ড দেয়া হতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নানাভাবে চাপ প্রয়োগ করে যাচ্ছে নাভালনিকে মুক্তি দেয়ার জন্য। গত শনিবার রাশিয়ার রাস্তায় নেমে বিক্ষোভ করেছে লাখো মানুষ। সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে শত শত বিক্ষোভকারীকে। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ