বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম হয়ে তৃতীয় দলে ১৭৭৮ রোহিঙ্গা এখন ভাসানচরের পথে। শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা বোটক্লাব লাগোয়া জেটি থেকে রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর চারটি জাহাজ নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ ছেড়ে যায়।
বৃহস্পতিবার ৩৮টি বাসে করে অন্তত ৩৫৩ পরিবারের ১ হাজার ৭৮৭ জনকে চট্টগ্রামে আনা হয়। আজ আরও ১ হাজার ৩০০ জনকে চট্টগ্রামে আনা হবে।
সেখান থেকে তাদের নৌবাহিনীর জাহাজে করে নোয়াখালীর ভাসানচরে পাঠানো হবে।
এর আগে ২০২০ সালের ৪ ও ২৯ ডিসেম্বর দুই দফায় ৩ হাজার ৪৪৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়। তার আগে অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ভাসতে থাকা ৩০৫ রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়।
পর্যায়ক্রমে এক লাখের বেশি রোহিঙ্গা নাগরিককে ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে।
মিয়ানমারে গণহত্যা ও নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ৮ লাখ রোহিঙ্গা। এর আগে আসে আরও কয়েক লাখ। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।