মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মালয়েশিয়ায় ১এমডিবি দুর্নীতিতে জড়িত থাকায় গোল্ডম্যান স্যাশে’র প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড সলোমনের এক কোটি ডলার বেতন কর্তন করা হবে। মালয়েশিয়া সরকারের বিনিয়োগ বিষয়ক একটি তহবিলের নাম ১এমডিবি। কিন্তু ভয়াবহ দুর্নীতির কারণে এই ফান্ড থেকে কয়েক শত কোটি ডলার লাপাত্তা হয়েছে। এর সঙ্গে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক জড়িত বলে তথ্যপ্রমাণ পাওয়া যায়। এ জন্য তাকে ১২ বছরের জেল দেয়া হয়েছে। তবে এ আদেশের বিরুদ্ধে তিনি আপিল করেছেন। অভিযোগ আছে নাজিব রাজাকের এসব দুর্নীতির সঙ্গে গোল্ডম্যান স্যাশে জড়িত। কিন্তু এই জড়িত থাকার অভিযোগকে তারা প্রাতিষ্ঠানিক ব্যর্থতা বলে উল্লেখ করেছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বহুজাতিক একটি ব্যাংক হলো গোল্ডম্যান স্যাশে। ১এমডিবি’র ৬৫০ কোটি ডলারের তহবিল সংগ্রহের জন্য বিনিয়োগকারীদের কাছে বন্ড বিক্রি করতে সহায়তা করেছিল গোল্ডম্যান স্যাশে। এ প্রক্রিয়ায় বিপুল পরিমাণ অর্থ চুরি করা হয়েছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।