Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৫০ ভাই-বোন ও ২৭ সৎ মায়ের সাথে বেড়ে ওঠার গল্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২১, ১২:০৩ এএম

১৫০ জন ভাই বোন আর সঙ্গে ২৬ জন সৎ মায়ের কথা প্রকাশ্যে আনলেন মার্লিন বø্যাকমোর নামের এক তরুণ। যার বয়স ১৯ বছর। স¤প্রতি পরিবারের ভিডিও শেয়ার করেছেন টিকটকে। সে জানিয়েছে, একজন বাবা আর ২৭ জন মাকে নিয়েই তার বেড়ে ওঠা। বাবার বয়স ৬৪ বছর। নাম উইনস্টন ব্ল্যাকমোর। কলম্বিয়ার বাসিন্দা তিনি। তার এই বৃহৎ পরিবার সম্পর্কে মুখ খুলেছেন তিন সন্তান। মার্লিন জানান, আমি এখন পরিবারের সঙ্গে থাকি না। আমি বাবার তিন নম্বর ছেলে। এখন আমার পরিবার ও বাবার সম্পর্কে বলার আমার সময় এসেছে। এখন আমি বলতে পারি। আমার বাবার ২৭টি বৌ। যার মধ্যে ২২ জনের সন্তান আছে। যারা প্রত্যেকেই বাবার সঙ্গে থাকে। এই পরিবারে নিজের মাকে মাম ও বাবার অন্য বৌদের মাদার বলে ডাকার নিয়ম রয়েছে। সন্তানরা বড় হয় গেলে তারা মায়ের সঙ্গে থাকে না। প্রতি ঘরে দুজন করে স্ত্রী ও তাদের সন্তানরা থাকেন। জি২৪ঘণ্টা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিয়ে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ