Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

এক রকেটে ১৪৩টি স্যাটেলাইট উৎক্ষেপণ রেকর্ড স্পেসএক্সের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

মহাকাশে সফলভাবে ১৪৩টি স্যাটেলাইট পাঠিয়ে রেকর্ড সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রের এলন মাস্কের মহাকাশ সংস্থা স্পেসএক্স। একটি মাত্র উৎক্ষেপকের সাহায্যে এই নজির গড়ে প্রতিষ্ঠানটি। ট্রান্সপোর্টার-১ নামে ওই উৎক্ষেপকের সাহায্যে মহাকাশে রেকর্ডসংখ্যক স্যাটেলাইট পাঠানো হয়। এর মধ্য দিয়ে মহাকাশে স্যাটেলাইট পাঠানোর ক্ষেত্রে ভারতের একটি রেকর্ডও ভেঙেছে স্পেসএক্স। ২০১৭ সালের ফেব্রুয়ারি মহাকাশে ১০৪টি স্যাটেলাইট পাঠিয়েছিল ভারত। রোববার মহাকাশে যে স্যাটেলাইটগুলো উৎক্ষেপ করে স্পেসএক্স, সেগুলোর মধ্যে সরকারি ও বাণিজ্যিক স্যাটেলাইটও রয়েছে। এর আগে খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পর ফ্লোরিডায় স্পেসেক্সের উৎক্ষেপণ কেন্দ্র থেকে ট্রান্সপোর্টার-১ ছোট ওই স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষেপণ করেছে। সিএনবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ