Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাত পাখার প্রার্থী জান্নাতুল ইসলামের ইশতেহার

নাগরিক সেবা নিশ্চিতের অঙ্গীকার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

দুর্নীতি, অপব্যয় ও অপচয় রোধ করে সব ধরনের নাগরিক সেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী জান্নাতুল ইসলাম। গতকাল রোববার নগরীর জিইসি মোড়ের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে তিনি এ ইশতেহার ঘোষণা করেন। চট্টগ্রামকে নারী-শিশুদের জন্য নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন হাত পাখার প্রার্থী।
তিনি বলেন, উন্নয়ন বরাদ্দের সত্তর ভাগ টাকা দুর্নীতিবাজদের পকেটে চলে যায়। বাকি ত্রিশ ভাগের অধিকাংশ অপব্যয় ও অপচয়ে নষ্ট হয়। আমরা আল্লাহকে ভয় করি, জনগণের আমানত রক্ষা করবো, দুর্নীতি-অপব্যয় ও অপচয় রোধ করে জনগণের সেবার মান বৃদ্ধি করবো ইনশাআল্লাহ। এতে ইসলামী আন্দোলনের নেতা আবুল কাশেম মাতাব্বর, আল মুহাম্মদ ইকবাল, ডা. রেজাউল করিম রেজা, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা জাওয়াদুল করিম, ছাত্রনেতা নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইশতেহার

৩০ নভেম্বর, -০০০১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ