Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বর্জনের ঘোষণা সম্মিলিত পরিষদের ইশতেহার ঘোষণা করেছে সমমনা পরিষদ

প্রকাশের সময় : ৩১ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ দাবা ফেডারেশনের নির্বাচনী নাটক জমে উঠেছে। বহুল আলোচিত এই নির্বাচন আজ। জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ফেডারেশনের বর্তমান কমিটির নেতৃত্বাধীন সমমনা পরিষদ ও অন্যদিকে বিদ্রোহী খ্যাত সম্মিলিত পরিষদের অংশ নেয়ার কথা থাকলেও হয়তো শেষ পর্যন্ত তা আর হচ্ছে না। গতকাল এমন আভাসই পাওয়া গেছে। নির্বাচনকে সামনে রেখে কাল বিকালে সমমনা দাবা পরিষদ তাদের পূর্ণ প্যানেল পরিচিত এবং ইশতেহার ঘোষণা করলেও অনিয়মের অভিযোগ তুলে সন্ধ্যার পর নির্বাচন বর্জনের ঘোষণা দেয় সম্মিলিত পরিষদ। ফলে নির্বাচন অনুষ্ঠিত হবে কি না? তা নিয়ে ধুয়াশার সৃষ্টি হয়। সম্মিলিত পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোকাদ্দেস হোসাইন মিডিয়াকে পাঠানো একটি ই-মেইল বার্তায় বলেন , ‘দাবা ফেডারেশনের যে প্রহসনের নির্বাচন হচ্ছে তার বৈধতা না দেয়ার জন্যই সম্মিলিত পরিষদ এই নির্বাচন বর্জনের সিন্ধান্ত নিয়েছে। লক্ষ্য করা গেছে নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাচন কমিশন একটি পক্ষের হয়ে কাজ করছে। যার প্রতিবাদে আমরা গত ৭ মে সাংবাদিক সম্মেলনে বিষয়টি সবাইকে জানিয়েছিলাম।’ মোকাদ্দেস জানান একটি পক্ষকে জয়ী করতেই নির্বাচন কমিশন উঠে-পড়ে লেগেছে। ফলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বিধায় সম্মিলিত পরিষদ নির্বাচন বর্জন করছে। এরআগে রাজধানীর স্থানীয় একটি হোটেলে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষনা ও প্যানেল পরিচিতি অনুষ্ঠান করে সমমনা পরিষদ। তারা ১৩টি বিষয়কে গুরুত্ব দিয়ে ইশতেহার ঘোষণা করেছে। জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠকের সমর্থন নিয়ে পূর্ণ প্যানেলই দিয়েছে সমমনা পরিষদ। আইনি জটিলতার মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ২৬ এপ্রিল দাবা ফেডারেশনের নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী সহ-সভাপতি পদে চারটি, সাধারণ সম্পাদক পদে একটি, যুগ্ম সম্পাদক দুটি, কোষাধ্যক্ষ একটি ও ১৬টি সদস্য পদে ৩১ মে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়। তবে নির্বাচনের ওপর স্থগিতাদেশ চেয়ে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা সারোয়ার হোসেন হাইকোর্টে একটি রিট করেন। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত তিন মাসের জন্য নির্বাচনে স্থগিতাদেশ দেন। কিন্তু গতকাল সেই স্থগিতাদেশ চার সপ্তাহের জন্য আপিলেড ডিভিশনের পূর্ণ বেঞ্চ স্থগিতাদেশ দেয়। এখন নির্বাচন হলেও আইনি জটিলতা থেকেই যাচ্ছে। অবশ্য এসব নিয়ে চিন্তিত নন সমমনা পরিষদের নেতারা। পূর্ণ প্যানেল নিয়েই নির্বাচন ময়দানে নেমেছেন তারা। ভোটারদের কাছে টানতে অঙ্গীকারের ফুলঝুরিও ছুটিয়েছেন। এই পরিষদ ২৪ জনের পূর্ণ প্যানেল দিয়েছে। এই প্যানেল থেকে ইতোমধ্যে কোষাধ্যক্ষ পদে বিনাভোটে নির্বাচিত হয়েছেন রূপায়ণ গ্রæপের ডিএমডি মাহির আলী খান। সমমনা পরিষদের সহ-সভাপতি পদে চারজন প্রার্থী। তারা হলেন- কেএম শহিদউল্যা, সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন, গাজী সাইফুল তারেক এবং চৌধুরী নাফিজ শারাফাত। সাধারণ সম্পাদকের পদ একটি। এখানে লড়ছেন সৈয়দ শাহাবুদ্দীন শামীম। যুগ্ম সম্পাদক পদে মো. মনিরুজ্জামান পলাশ এবং মাসুদুর রহমান মল্লিক দিপু অংশ নিয়েছেন। প্যানেলের ১৬ জন সদস্য লড়ছেন। এরা হলেন- কামরুজ্জামান ভূঁইয়া, ইঞ্জি. মো. মেহেদী হাসান, নিজামুল ইসলাম খান, লিয়াকত আলী খান, কাজী জাকেরুল মওলা, বাহারউদ্দিন বাহার, রাশেদ হোসেন ফারুক, বেলাল হোসেন, দেবাশীষ দে, আনজুমান আরা আকসির, রফিকুল ইসলাম, জাকির আহমেদ, আলাউদ্দিন সাজু, নাজাম নাকভী, মনিরুল ইসলাম আলমগীর ও ডা. মনিরুল ইসলাম। একটি আধুনিক দাবা কমপ্লেক্স নির্মাণ, বিদেশী গ্র্যান্ড মাস্টার এনে দেশের গ্র্যান্ড মাস্টার, আন্তর্জাতিক মাস্টার এবং ফিদে মাস্টারদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা, দেশে নিয়মিত দাবা প্রতিযোগিতা আয়োজন করা, নিয়মিত বার্ষিক সাধারণ সভা করা- এমন আরো কিছু বিষয়কে প্রাধান্য দিয়েই ইশতেহার ঘোষণা করেছে সমমনা পরিষদ। দাবা ফেডারেশনের নির্বাচন আজ ৯৫ জন কাউন্সিল তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বর্জনের ঘোষণা সম্মিলিত পরিষদের ইশতেহার ঘোষণা করেছে সমমনা পরিষদ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ