বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ ১৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।বৃহস্পতিবার সন্ধ্যায় তার নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। একই সাথে নির্বাচন যেন অবাধ ও নিরপেক্ষ হয় সে জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।নির্বাচনী ইস্তেহারে তোকফাজ্জল হোসেন খান দিলীপ বলেন, আমি দু'বার মেয়র ছিলাম। পৌর এলাকার মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। মহান আল্লাহ চাইলে ভোটারদের ভোটে নির্বাচিত হতে পারি তবে অতীতের সকল ত্রুটি-বিচ্যুতি কাটিয়ে পূর্ণ বিশ্বাস ও শতভাগ সততার সাথে আমার দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করব। আমার ভোটাররা যদি নির্বিঘ্নে ভোট দিতে পারে তবে বিজয় আমার হবেই ইনশাআল্লাহ।নির্বাচনী ইস্তেহার সম্মেলনে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি গোলাম ফারুক চাষী, অধ্যাপক ছিদ্দিকুর রহমান বিএনপি নেতা শফিকুল ইসলাম বাদলসহ পৌর ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।