মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের উত্তরাঞ্চলের একটি সোনার খনিতে আটকে পড়ে থাকা ২২ জনের মধ্যে ১১ জনকে উদ্ধার করা হয়েছে। গত ১৪ দিন ধরে তারা সেখানে আটকা পড়েছিলেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রবিবার প্রথম এক ব্যক্তিকে দেখা যায়। এরপর তাকে দ্রুত উদ্ধার করা হয়। মোট ৯ জনকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে। সিসিটিভি এক প্রতিবেদনে বলছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক। জানা গেছে, উদ্ধারকারীদের সঙ্গে খনিতে আটকাপড়া যে ১০ জনের যোগাযোগে হয়েছিল, প্রথম যে ব্যক্তি উদ্ধার হয়েছেন, তিনি ওই লোকদের থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। সে কারণে আরো অন্তত দু’জন ব্যক্তি জীবিত থাকার আশা দেখছেন উদ্ধারকারীরা। এদিকে গত ১০ জানুয়ারি দুর্ঘটনার পর থেকে খনির ভেতরে পানির পরিমাণ বাড়ছে। সে কারণে উদ্ধারকারীরা বেশ কঠিনভাবেই কাজ চালিয়ে যাচ্ছেন।শ্যানডং প্রদেশের হুশান সোনার খনিতে ওই দুর্ঘটনায় আরো ১৩ জনের সঠিক পরিস্থিতি এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। খালিজ টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।