Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনার খনি দখলমুক্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ চলছে। দীর্ঘ সময় ধরে চলা এই যুদ্ধে একের পর এক সাফল্য পাচ্ছে আজারবাইজান। অন্যদিকে ব্যাপক ক্ষতির কথা শিকার করেছেন আর্মেনিয়া। তবুও তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এদিকে গত ৩০ বছরে নাগরনো-কারাবাখের দখলকৃত অঞ্চল থেকে বিভিন্ন ধরণের খনিজ পদার্থ উত্তোলন করে আসছিলো আর্মেনিয়া। তেমনি একটি হলো জাঙ্গিলান জেলার ভেজনালী স্বর্ণ খনি। যা আর্মেনিয়ার দখল থেকে মুক্ত করা হয়েছে বলে জানায় আজারবাইজানের গণমাধ্যমগুলো। অ্যাজভিশন জানিয়েছে, নাগরনো-কারাবাখে ১৬০ ধরনের খনিজ পদার্থের মজুদ রয়েছে যাদের মধ্যে অন্যতম স্বর্ণ, রোপা, পারদ, তামা, কয়লা, বিভিন্ন ধরনের মূল্যবান পাথর। এসব খনিজ পদার্থ মূলত কালবাজার, লাচিন, জাঙ্গিলান ও তাতার এলাকায় অবস্থিত যা দীর্ঘদিন ধরেই আর্মেনিয়ার হাতে ছিল। সম্প্রতি এসব এলাকা আজারবাইজানের সেনারা আর্মেনিয়ার দখল থেকে উদ্ধার করেছে। আর্মেনিয়া এসব এলাকা থেকে মূল্যবান খনিজ পদার্থ উত্তোলন করে দীর্ঘ দিন ধরে রফতানি করে আসছিল বলে জানা গেছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোনার-খনি

২৫ জানুয়ারি, ২০২১
২ নভেম্বর, ২০২০
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ