মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
৩৩ শিশু উদ্ধার
ইনকিলাব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অভিযান চালিয়ে নিখোঁজ হওয়া ৩৩টি শিশু উদ্ধার করা হয়েছে। এর মধ্যে উদ্ধার হওয়ার ৮টি শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই একটি বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। নিখোঁজ হওয়ার শিশুদের উদ্ধারে গত ১১ জানুয়ারি থেকে অপারেশন লস্ট অ্যাঞ্জেলস অভিযান শুরু করা হয়। শিশুদের পরিচয় চিহ্নিতকরণ, অবস্থান শনাক্তকরণ ও উদ্ধার অভিযানে এফবিআই, লস অ্যাঞ্জেলস পুলিশ বিভাগ, লস অ্যাঞ্জেলস কাউন্টি শেরিফ বিভাগ এবং দুই ডজনের বেশি আইন শৃঙ্খলাবাহিনী ও বেসরকারি সংস্থা জড়িত ছিল। সিএনএন।
অস্বীকার চীনের
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর একটি বৈঠক আয়োজনের চেষ্টার খবর অস্বীকার করেছে বেইজিং। সম্প্রতি সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে চীনের এমন চেষ্টার কথা বলা হয়েছিল। তবে ওই প্রতিবেদনে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা দ‚তাবাস। দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, সংবাদমাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের জন্য চীনের যে প্রচেষ্টার কথা বলা হয়েছে সেটির কোনও সত্যতা নেই। চীন কখনও এ ধরনের কাজ করেনি। রয়টার্স।
ভুল বার্তায়
ইনকিলাব ডেস্ক : ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিলি। শনিবার অ্যান্টার্কটিকায় ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই সুনামির সতর্ক সংকেত দেখানো হয়। কিন্তু এতেই বাঁধে বিপত্তি। এটিকে ভুল সুনামির সংকেত উল্লেখ করে কিছুক্ষণ পর তুলে নিয়ে দুঃখ প্রকাশ করে দেশটির সরকার। সুনামির সংকেতে আতঙ্কে ছড়িয়ে পড়ে চিলির নাগরিকদের মধ্যে। চিলির স্বরাষ্ট্রমন্ত্রী এক টুইটবার্তায় জানান, স্থানীয় সময় সকাল ৮টা ৩৬ মিনিটের দিকে ও’হিগগিনস চিলিয়ান বৈজ্ঞানিক ঘাঁটির ২১৬ কিলোমিটার উত্তর-পূর্বে ৭ দশমিক ১ মাত্রার ভ‚কম্পন অনুভ‚ত হয়। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।