মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনার নতুন ধরনের ওপর বর্তমানে আবিষ্কৃত কোনো টিকাই কাজ করছে না বলে দুটি গবেষণা জানিয়েছে। ৬ জন করোনা রোগীর ওপর চালানো গবেষণার ওপর ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। আফ্রিকা হেলথ রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানী অ্যালেক্স সিগাল বলেন, এ মিউটেশন অন্য মিউটেশনগুলেকেও প্রভাবিত করার ক্ষমতা রাখে বলে মনে হচ্ছে। ফলে বর্তমানে তৈরি টিকা কার্যক্রম ঝুঁকিতে পড়তে পারে।
গবেষণাপ্রাপ্ত ফল বলছে, যদি কেউ আগে থেকেই করোনাক্রান্ত হয়ে থাকেন, তবে এ নতুন ভ্যারিয়েন্ট তার জন্য আরও মারাত্মক হতে পারে। এমনকি হতে পারে মৃত্যুর কারণও। এর আগে সাউথ আফ্রিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব কমিউনিকেবল ডিজিজের গবেষণাতেও একই ধরনের ফল এসেছিল। সূত্র : সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।