Inqilab Logo

শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন নেটিজেনদের

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২১, ১২:১৬ পিএম

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় করায় জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন নেটিজেনরা। দীর্ঘ এক বছর পর মাঠে নেমে প্রথম সিরিজ জয় লাভ করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে টাইগারদের প্রসংশা করেছেন ক্রিকেটপ্রেমীরা।

বাংলাদেশ গত বুধবার ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ম্যাচে ছয় উইকেটে পরাজিত করার পর আজ শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে সাত উইকেটে পরাজিত করে।

সিরিজ জয়ের পর ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে সাকিব আল হাসান লিখেছেন, ‘‘সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয় হলো টাইগারদেরই। দারুণ এক ম্যাচ জয়ে বাংলাদেশ জিতে নিলো সিরিজও।’’

অভিনন্দন বার্তায় ক্রিকেটপ্রেমী সাহাদাত হোসাইন লিখেছেন, ‘‘অভিনন্দন টাইগার্স। এভাবেই নতুন বছরের শুরু থেকে এক ধারায় ভালো খেলা আশা করি। পরবর্তী প্রতিটি ম্যাচের জন্য শুভকামনা। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু ডিজার্ভ করি।’’

শফিকুল ইসলাম শজিব লিখেছেন, ‘‘এমন একটা জয় দরকার যে জয় দেখে বিশ্বের সবাই অবাক হয়ে যাবে। এভাবে কচ্ছপগতির মত ধীরে ধীরে খুঁড়িয়ে খুঁড়িয়ে জয় প্রত্যাশা ছিল না। তবে জয়ের জন্য এবং সিরিজ জেতার জন্য অভিনন্দন।’’

মোহাম্মাদ সাইফুল আলম লিখেছেন, ‘‘জয়ের জন্য অভিনন্দন। অতিরিক্ত তবে উচ্ছাসের কিছু নেই। ওয়েসট ইন্ডিজের এইটা প্রথম সারির দল না। শুভকামনা টাইগারদের জন্য।’’

জাকারিয়া ভুইয়ার মন্তব্য, ‘‘দীর্ঘ এক বছর পর মাঠে নেমে ওয়েস্ট ইন্ডিজ এর সাথে প্রথম সিরিজ জয় লাভ করলো টাইগাররা। তবে আজকের ম্যান অব দ্যা ম্যাচ সাকিব এর ছিল। সাকিব ৪৩ রান করে ২ উইকেট।যাই হোক হয়তো মানবতার খাতিরে মেহেদী মিরাজ কে দেওয়া হয়েছে।’’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনন্দন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ