Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে শোবিজ তারকাদের অভিনন্দন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২২, ১০:০৯ এএম

বিদেশের মাটিতে দেশের নাম উজ্জ্বল করেছে দেশের মেয়েরা। প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সোমবার (১৯ সেপ্টেম্বর) টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক নেপালকে তাদের মাঠে ৩-১ গোলে হারিয়ে জয় পায় বাংলাদেশের মেয়েরা। বাঘিনীদের এই দাপুটে জয়ে উল্লাসে মেতেছে পুরো বাংলাদেশ। পথেঘাটে, হাটে-বাজারে চলছে এই জয় উপভোগের আনন্দ আয়োজন। সারাদেশের মানুষ সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছে সাবিনা-কৃষ্ণাদের। বাদ যাননি শোবিজের তারকারাও।

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি এবং আমার মেয়ে ঝিরঝিরে ব্রডকাস্টেও পুরো খেলা দেখছি, হইচই করছি, চিৎকার করছি। আমি জানি না ও কিছু বুঝতে পারল কি না বা বড় হয়ে মনে থাকবে কি না, বাংলাদেশের একটা বড় ইতিহাসের সাক্ষী হয়ে থাকল সে। অভিনন্দন বাংলাদেশ নারী ফুটবল দল। তোমরা সাফ চ্যাম্পিয়ন না হলেও আমাদের চোখে চ্যাম্পিয়নই থাকতা। সকল প্রকার মিসোজিনি, টীকাটিপ্পনী, বাধা ডিঙিয়ে যে পথ তোমরা চলেছ, তাতে তোমরা প্রতিদিনেরই চ্যাম্পিয়ন।’

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান শুভেচ্ছা জানিয়েছেন এভাবে, ‘অভিনন্দন বাঘিনীরা। আমাদের মেয়েরা ইতিহাস সৃষ্টি করেছে। এগিয়ে যাও।’

চিত্রনায়ক আরিফিন শুভ তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘চ্যাম্পিয়নস! নেপালকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। অভিনন্দন চ্যাম্প।’

এই সময়ে দুই বাংলার সবথেকে উজ্জ্বল অভিনেত্রী জয়া আহসান দারুণ একটি পোস্টার প্রকাশ করেছেন। যেখানে নারী ক্রিকেটারদের একটি পেইন্টিংয়ে লেখা আছে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক স্লোগান, ‘দাবায়ে রাখতে পারবা না।’

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম একটি পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘দামাল।’ আর পোস্টারে লেখা রয়েছে, ‘লাল-সবুজের বিজয় নিশান উড়িয়েছে বাংলাদেশের দামাল মেয়েরা।’

অরুণা বিশ্বাস লিখেছেন—‘আমাদের মেয়েরা সবসময়ই বিজয়ী। আমরা অনুপ্রাণিত।’

অভিনেত্রী আজমেরী হক বাঁধন লিখেছন, ‘শুভেচ্ছা।’

নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ লিখেছেন, ‘বাঘিনীরা, স্যালুট তোমাদের।’

শতাব্দি ওয়াদুদ লিখেছেন, ‘সাবাস বাংলাদেশ নারী ফুটবল দল !!! অভিনন্দন ও ভালোবাসা জানাই তোমাদের প্রথমবারের মতো সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হবার জন্য !!! হালুউউউউউম !’

অভিনেত্রী নাদিয়া আহমেদ লিখেছেন, ‘মেয়েদের জেতা সাফের ট্রফিটার ওজন কত হবে? খুব বেশি হলে ৪-৫ কেজি? দাম কতই বা হবে? লাখ খানেক টাকা? এবার এর সঙ্গে যোগ করেন- এলাকার মানুষের কটু কথা, বাবা-মা'র বকুনি, সংসারের অভাব-অনটন, বিয়ের তাড়া, দিনের পর পর দিন কঠোর পরিশ্রম, হাজারো না পাওয়া......এবার ওজন করেন ট্রফিটা, এখন একটু চেষ্টা করেন ট্রফিটা তোলার! আর জয়টাও এভারেস্টের দেশ নেপালের বিপক্ষে!!! বাংলাদেশের এই মেয়েদের জন্য ট্রফিটা এভারেস্ট জয়ের মতোই! বাংলাদেশ নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়ন!!!! অভিনন্দন অভিনন্দন এবং অভিনন্দন॥ বাংলাদেশ আজ গর্বিত !’

এছাড়া আরও অভিনন্দন জানিয়েছেন চয়নিকা চৌধুরী, মেহের আফরোজ শাওন, রুনা খান, অপুর্ব, জাকিয়া বারী মম, জায়েদ খান, আশনা হাবিব ভাবনা, মিজানুর রহমান আরিয়ানসহ আরও অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনন্দন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ