Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বামী-স্ত্রীকে চাপা দেয়া সেই গাড়িচালক কারাগারে

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

রাজধানীর বিমানবন্দর এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হওয়ার ঘটনায় আজমেরী পরিবহনের চালক তসিকুল ইসলামকে একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই এমরান হোসেন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২০ জানুয়ারি তসিকুলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ১৮ জানুয়ারি সকালে রাজধানীর বিমানবন্দর এলাকায় আজমেরী পরিবহনের যাত্রীবাহী বাসের চাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী আকাশ ইকবাল (৩৩) ও তার স্ত্রী মায়া হাজারিকা মিতু (২৫)। ওই দিন মিতুর বাবা মানিক মিয়া বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। ঘটনার দিন রাতেই গাজীপুরের মৌচাক এলাকায় অভিযান চালিয়ে তসিকুলকে আটক করে সিআইডি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ