Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিএনসিসির ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুরে ধাওয়া-পাল্টা ধাওয়া

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২১, ১২:২২ পিএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মিরপুর ১১ নম্বর এর ফুটপাত উচ্ছেদ কার্যক্রমকে কেন্দ্র করে স্থানীয়দের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। দখলকারীরা সন্ত্রাসী ও প্রভাবশালী হওয়ায় এমন ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দশটার দিকে ডিএনসিসি এই এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে যায় উত্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

তবে উচ্ছেদ অভিযানের শুরু থেকেই স্থানীয় বাসিন্দারা এতে বাধা দেয়। এমনকি রাস্তায় অভিযান পরিচালনাকারী দলকে আটকেও দেয়। পরে কর্মকর্তারা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য মিরপুর ১২ নম্বরের এ বøকের একটি অবৈধ স্থাপনা ভাঙতে শুরু করে। সাথে সাথেই ইটপাটকেল নিক্ষেপ শুরু করে দখলকারীরা।

এতে পিছু হটে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেয়া কর্মকর্তারা বলছেন, অবৈধ উচ্ছেদ অভিযানে যত বাধাই আসুক প্রতিহত করা হবে।

কিছুক্ষণের মধ্যেই ঢাকা উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলামের এই উচ্ছেদ অভিযান পরিদর্শনের কথা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিএনসিসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ