প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
টাবুর অজান্তেই একটি প্রমোশনাল পোস্ট তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়ে গেল। এ রকম সন্দেহজনক কার্যকলাপ হওয়ার পর টাবু বুঝতে পারেন তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। এরপর তিনি একটি স্টোরির মাধ্যমে ফলোয়ারদের সতর্ক করেন।
ইনস্টাগ্রাম স্টোরিতে টাবু লেখেন, ‘হ্যাক অ্যালার্ট। আমার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। আমার অ্যাকাউন্ট থেকে আসা কোনও লিঙ্কে ক্লিক করবেন না’।
কিছুদিন আগে ফারহা খান, বিক্রান্ত মাসের একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। ঊর্মিলা মাতন্ডকরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকের কথাও তিনি জানিয়েছিলেন টুইটারের মাধ্যমে। এ বার সেই তালিকায় নাম উঠলো অভিনেত্রী টাবুর।
ইদানীং বলিউড তারকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকের খবর প্রায় শিরোনামে উঠে আসছে। কিন্তু দেখা যায়, সেই বিষয়ে অভিযোগ জানানোর খুব অল্প সময়ের মধ্যেই, সেই সমস্যার সমাধান করে দেন সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষ। একাধিক বলিউড তারকা সমস্যা সমাধানের পর সে কথা জানিয়েছেন নিজেদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। টাবুর ক্ষেত্রেও একই রকম তৎপরতা দেখা যাবে বলে আশা করা যায়।
তাঁর মতোই অভিনেতা শরদ কেলকার এবং আমিশা প্যাটেলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও হ্যাক হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।