মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পার্কে ঘুরতে গিয়ে বাঘের খপ্পরে পড়েছেন একদল পর্যটক। পর্যটক বোঝাই করা মাইক্রোবাসটি কামড়ে কয়েক ফুট পেছনে টেনে নিল একটি বাঘ। ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গলুরুর বানেরঘাট্টা পার্কে। আর সেই দৃশ্য মোবাইলে ধারণ করা হয় পাশ দিয়ে অতিক্রম করা অপর এক প্রাইভেটকার থেকে। স¤প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ওই ভিডিওটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয় ভিডিওটি ছড়িয়ে পড়ে অন্যান্য যোগাযোগ মাধ্যমেও। মোনা প্যাটেল নামে এক নারী নিজ টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন দৃশ্যটি। অবশ্য তিনি বলেছেন, ভিডিওটি হোয়াটসঅ্যাপ থেকে নেওয়া। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বাঘ একটি আস্ত গাড়িটিকে উল্টোদিকে টেনে নিয়ে যাচ্ছে। পর্যটক বহনকারী ওই গাড়িটিতে যাত্রী বোঝাই ছিল। ভিডিওতে দেখা যায়, প্রথমে বাঘটি গাড়িটির পিছনের বাম্পারে কামড় বসায়। এতে বাম্পার কিছু অংশ খুলে যায়। এরপর বাঘটি পিছিয়ে যায়। কিছুক্ষণ পর আবার এসে বাঘটি বাম্পারে শক্ত করে কামড়ে ধরে টানতে থাকে। বাঘটি শক্তি দিয়ে টানতে থাকলে গাড়িটি কয়েক ফুট পিছিয়ে যায়। জিনিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।