Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈকতে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২২, ৭:১০ পিএম

সমুদ্রসৈকতে গোসল সেরে ছবি তোলার মুহূর্তে আরিফ (২১) নামের

এক পর্যটকের আকস্মিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে সুগন্ধা পয়েন্ট এ ঘটনা ঘটে। মৃত পর্যটক কুমিল্লা মুরাদনগর পালাসুতা এলাকার বাবুল মিয়ার ছেলে বলে জানা গেছে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সহকারী পুলিশ সুপার মিজানুজ্জামান
এসব তথ্য জানিয়েছেন ।

সহকারী পুলিশ সুপার মিজানুজ্জামানের এর তথ্য মতে, আরিফ ও তার বন্ধু আসিফ খান মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে হেল্পার হিসেবে গত ১ নভেম্বর যোগদান করে। সেখানে অসুবিধার কারণে চাকুরি না করে ফেরত আসে।
২ নভেম্বর মাতারবাড়ি থেকে কক্সবাজারে এসে একটি আবাসিক হোটেলে উঠে। দুই বন্ধু মিলে ৩ নভেম্বর দুপুরে সৈকতে গোসল
করতে নামে। বেশ কিছুক্ষণ গোসলের পর উপরে উঠে ছবি তোলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আরিফ । তাৎক্ষণিক তাকে ট্যুরিস্ট পুলিশের সহায়তায় সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ।

এএসপি মিজানুজ্জামান জানান, এ সংক্রান্তে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নে জিডি লিপিবদ্ধ করা হয়েছে। যার নং-৯১।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ