Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টঙ্গীতে মাদকসহ দুই ব্যবসায়ী আটক

টঙ্গী সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২১, ১:৪৪ পিএম

টঙ্গীর স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে- সাগর হোসাইন (৩৫) ও কানাই দাশ (৪০)। এ সময় তাদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা, মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক, নগদ ৩২০টাকা এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গাজীপুর র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, একটি বড় চালান হবিগঞ্জ হইতে গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকার দিকে আসিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল তাৎক্ষনিক গাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন থানা গেইট স্টেশন রোড আল বারাকা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন যাবৎ চোরাইপথে দেশী/বিদেশী মাদক আমদানি করে উক্ত পিকআপ যোগে গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল বলে জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ