মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
খুব শিগগির কাতারে দূতাবাস খুলছে সউদি আরব। এর মধ্য দিয়ে উপসাগরীয় এ দুটি দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বিবাদের অবসান ঘটতে যাচ্ছে। সউদি পররাষ্ট্রমন্ত্রী পিন্স ফয়সাল বিন ফারহান শনিবার রিয়াদে এক সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দেন।
তিনি বলেন, আমরা কয়েক দিনের মধ্যেই যাতে দোহায় আমাদের দূতাবাসটি খুলে দিতে পারি সেই পদক্ষেপ গ্রহণ করেছি। এ সময় জর্ডানের পররাষ্ট্র মন্ত্রী আয়মান সাফাদিও তার সঙ্গে ছিলেন।
সউদি পররাষ্ট্র মন্ত্রী আরও বলেন, এখন থেকে আমরা কাতার সঙ্গে সব ধরণের কূটনৈতিক সম্পর্ক জোরদার করবো।
এর আগে গত ৫ জানুয়ারি সউদি আরবে উপসাগরীয় দেশগুলোর এক শীর্ষ সম্মেলনে কাতারের সঙ্গে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সমঝোতা হয় সউদি আরব, মিসর, আরব আমিরাত ও বাহরাইনের।
সূত্র: ইয়েনি সাফাক
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।