মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব রুখতে জেদ্দায় আয়োজিত একটি বড় সম্মেলনে অংশ নিতে কাতারি কূটনীতিকদের সউদী আরবে সফরের মধ্য দিয়ে মার্কিন সমর্থনে দোহা-রিয়াদের সম্পর্কের বরফ গলার আভাস পাওয়া গেছে। বছর দুয়েক আগে গ্যাসসমৃদ্ধ উপসাগরীয় ছোট্ট দেশটির বিরুদ্ধে ব্যাপক অর্থনৈতিক ও রাজনৈতিক অবরোধ আরোপ করে সউদী আরব। এরপর এ সম্মেলনে কাতারের অংশগ্রহণকে দুই দেশের সম্পর্কের বড় বিনির্মাণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। দোহার বিরুদ্ধে রিয়াদের অভিযোগ, সন্ত্রাসবাদে অর্থায়ন ও মধ্যপ্রাচ্যজুড়ে মুসলিম ব্রাদারহুডকে সহায়তার মাধ্যমে সউদী আরবের প্রভাব ক্ষুন্ন করতে চাচ্ছে কাতার।
আরব আমিরাত উপক‚লে তেল ট্যাঙ্কারে ও সউদী তেল পাম্পিং স্টেশনে হামলার ঘটনায় সউদী আরবের ভ‚মিকা নিয়ে উপসাগরীয় সহযোগিতা সংস্থার জরুরি বৈঠক ডেকেছে সউদী আরব। এতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে আমন্ত্রণ জানিয়েছেন সউদী বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদ।
আজ (বৃহস্পতিবার) জেদ্দায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। কাতারি উপস্থিতি নিশ্চিত করতে সোমবার গত দুই বছরের মধ্যে এই প্রথম লোহিত সাগর তীরবর্তী বন্দর নগরীতে দোহার ক‚টনীতিকদের মধ্যে একজনকে বহন করে নিয়ে যাওয়া বিমান অবতরণের অনুমতি দিয়েছে সউদী আরব। এছাড়া গত দুই বছর ধরে কাতারের সব ফ্লাইটের জন্য সউদী আকাশ বন্ধ রয়েছে। সউদী আরব, বাহরাইন ও আরব আমিরাতের সঙ্গে ভিন্ন মত পোষণ করে ইরানি পরমাণু চুক্তিতে নিজের সমর্থন অক্ষুন্ন রেখেছে কাতার। সূত্র : দি গার্ডিয়ান।
ময়মনসিংহে ছয় ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা : ভোট ৮ জুলাই
ময়মনসিংহ ব্যুরো : ময়মনসিংহ সদর উপজেলার মেয়াদ উর্ত্তীণ ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। গত রোববার স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০এর বিধি ১০ অনুযায়ী উক্ত তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুসারে আগামী ১২ জুন বুধবার রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ১৪ জুন শুক্রবার রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন, ২১শে জুন শুক্রবার প্রার্থীতা প্রত্যাহার ও ৮ই জুলাই সোমবার ভোট গ্রহনের দিন তারিখ নির্ধারণ করে উক্ত তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সীমানা নির্ধারণ নিয়ে জটিলতা থাকার কারনে ময়মনসিংহ সদরের চর ঈশ্বরদীয়া, চর নিলক্ষীয়া, সিরতা, ভাবখালী ও দাপুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সংরক্ষিত আসনের সদস্য এবং সাধারণ আসনের সদস্য পদে নির্বাচন না হওয়ায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম মেয়াদ উর্ত্তীণ ভাবে চলে আসছে দীর্ঘদিন যাবৎ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।