Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

করোনা : বিশ্বে অভিবাসন কমেছে ৩০ শতাংশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২১, ৭:৩৭ পিএম

বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে বিশ্বব্যাপী অভিবাসন কমেছে প্রায় ৩০ শতাংশ। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে অভিবাসন কমেছে প্রায় ২০ লাখ। জাতিসংঘের এক প্রতিবেদনের বরাতে বাসস জানিয়েছে, ২০২০ সালে বিশ্বে প্রায় ২৮ কোটি ১০ লাখ লোক নিজ দেশ ছেড়ে অন্য দেশে আবাস গড়েছে। শুক্রবার প্রকাশিত জাতিসংঘ রিপোর্টে এ কথা বলা হয়েছে।

‘আন্তর্জাতিক অভিবাসন ২০২০’ শিরোনামে ওই প্রতিবেদনে বলা হয়েছে, নিবন্ধিত দুই-তৃতীয়াংশ অভিবাসী মাত্র ২০টি দেশে বসবাস করছে। এর মধ্যে ২০২০ সালে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সংখ্যক ৫ কোটি ১০ লাখ অভিবাসী বাস করছে। জার্মানীতে ১ কোটি ১৬ লাখ, সউদী আরবে ১ কোটি ৩০ লাখ, রাশিয়ায় ১ কোটি ২০ লাখ এবং ব্রিটেনে ৯০ লাখ অভিবাসী রয়েছে।

এছাড়াও ২০২০ সালে আন্তর্জাতিক অভিবাসীর একটা বৃহৎ অংশ মোট ৮ কোটি ৭০ লাখ ইউরোপে আবাস গড়েছে। ২০২০ সালে ভারত থেকে সবচেয়ে বেশি লোক অন্য দেশে বসবাস করতে গেছে। এ সংখ্যা ১ কোটি ৮০ লাখ। এরপরেই রয়েছে মেক্সিকো ও রাশিয়ার অবস্থান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিবাসন

৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ