Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্রোহীরা গলার কাঁটা

সুখে-দুঃখে নগরবাসীর পাশে থাকার ওয়াদা দিচ্ছেন রেজাউল : শাহাদাত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২১, ১২:০৪ এএম | আপডেট : ১০:১৯ এএম, ১৫ জানুয়ারি, ২০২১

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের প্রচার জমে উঠছে। সেইসাথে বিদ্রোহী প্রার্থীর কারণে ভোটের মাঠে উত্তাপ-উত্তেজনাও বাড়ছে। ৫৫টি ওয়ার্ডের মধ্যে ৪৮টিতেই আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী আছেন। ১৭টি ওয়ার্ডে দলীয় এবং বিদ্রোহী প্রার্থী মুখোমুখি অবস্থানে। এসব এলাকায় যেকোন সময় সংঘাত-সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।

২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডে রক্তক্ষয়ী সংঘাতে এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যুর পর এ শঙ্কা আরও প্রবল হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে আজগর আলী বাবুল একসময় বিদ্রোহী প্রার্থী আবদুল কাদের ওরফে মাছ কাদেরের পক্ষে ছিলেন। পক্ষ ত্যাগ করে দলীয় প্রার্থী নজরুল ইসলাম বাহাদুরের পক্ষে মাঠে নামায় তাকে খুন করা হয়েছে। খুনের পর আবদুল কাদেরসহ ১১ জনকে গ্রেফতার করে রিমান্ডে নেয়া হলেও তার অনুসারীরা ভোটের মাঠে আছেন। গলার কাঁটা হয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে মাঠে থাকাদের দল থেকে আজীবন বহিষ্কার করার প্রস্তাব পাঠানো হচ্ছে কেন্দ্রে। মহানগর আওয়ামী লীগের এমন উদ্যোগ এবং নানা হুমকি-ধমকিতেও কোন কাজ হচ্ছে না। বিদ্রোহীরা এসবের কোন পাত্তাই দিচ্ছে না।
বিজয়ী হলে ফের দলে টেনে নেবে এমন আশায় শক্তভাবে তারা ভোটের প্রচার চালিয়ে যাচ্ছেন। কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন এমন অনেকের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডের জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিতর্কিত এসব প্রার্থীদের কারণে নগরীর অন্তত ১৭টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে প্রশাসন। প্রচারে গতি বাড়ার সাথে সাথে এসব ওয়ার্ডে অপ্রীতিকর ঘটনাও ঘটছে। নির্বাচন কমিশনে আচরণবিধি ভঙ্গের অভিযোগের পাহাড় জমছে।

এদিকে ভোটের প্রচারে আগামী দিনে সুখে দুখে নগরবাসীর পাশে থাকার ওয়াদা করছেন সরকারি দলের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী ও ধানের শীষের প্রার্থী ডা. শাহাদাত হোসেন। গতকাল দুই প্রার্থী নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। বিজয়ী হলে নগরীর উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তারা। নগরীর আগ্রাবাদ ও কাট্টলী এলাকায় গণসংযোগ করেন রেজাউল করিম চৌধুরী। এ সময় তিনি বলেন, নগরবাসীকে কথা দিচ্ছি মেয়র হলে হোল্ডিং ট্যাক্স বাড়াবো না। নগরবাসীকে সাথে নিয়ে সন্ত্রাস, মাদক নির্মূল করব। প্রত্যেক ওয়ার্ডে মহিলাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলব। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব।

ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীতে নাগরিক সুবিধা বলতে কিছুই নেই। বর্ষায় অতি বৃষ্টি ও জোয়ারে তলিয়ে যায় নগরী। চট্টগ্রাম অভিভাবকহীন হয়ে পড়েছে। মহানগরীকে বাসযোগ্য পরিষ্কার-পরিচ্ছন্ন এবং স্মাট ও মেগাসিটি করতে তিনি ধানের শীষে ভোট চান। নগরীর আগ্রাবাদ এলাকায় গণসংযোগ করেন তিনি। নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ বিএনপি নেতারা তার সাথে ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ